আরও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল শহর কলকাতা। আজ, সোমবার সকালে প্রগতি ময়দান থানা এলাকায় ধাপার কাছে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ধাপার ১২ নম্বর বহিশতলা এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। পাশেই ডেকরেটর্স সামগ্রীর দাহ্য জিনিসপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই দমকলে খবর দেওয়া হয়।
এরপর খানিকক্ষণের মধ্যে দমকল বাহিনী এবং প্রগতি ময়দান থানার পুলিশ পৌঁছয়। তীব্র আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসীরা। দমকল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে কোনও কেউ আহত হননি। প্লাস্টিকের কারখানাটি প্রায় পুড়ে গিয়েছে। পাশে থাকা ডেকরেটর্সের সামগ্রীর অনেকটাই ভস্মীভূত। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার রাতে কারখানা বন্ধই ছিল। সোমবার সকালে কারখানার মালিক কিংবা কর্মী কাউকেই দেখা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছেন দমকল কর্মীরা।