চব্বিশের নির্বাচনে ঘাটাল জিততে শাসকদলের তুরুপের তাস ঘাটাল মাস্টার প্ল্যান। বহু বছরের এই প্রকল্পের বাস্তবায়নকে সামনে রেখেই ভোট বৈতরণী পেরতে বদ্ধপরিকর তৃণমূল। রবিবাসরীয় ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সমর্থনে রোড শো থেকে সেকথাই মনে করিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বললেন, ঘাটালের একেকটি ভোট দিন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এত বছর ধরে কেন তা বাস্তবায়িত হল না? কেন্দ্রের তো টাকা দেওয়ার কথা। দেয়নি। রাজ্য সরকার নিজের টাকায় এই ঘাটাল মাস্টার প্ল্যান করছে। মনে রাখবেন, আপনাদের সুবিধার জন্য সবসময়ে পাশে আছে রাজ্যের তৃণমূল সরকার।” পাশাপাশি বিদ্যাসাগরের জন্মস্থানে দাঁড়িয়ে অভিষেক মনে করিয়ে দিলেন উনিশের ভোটের আগে কলকাতায় অমিত শাহর রোড শো থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ।
২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ টলিউড তারকা দেব। তারকা হওয়ায় তাঁকে সংসদে সেভাবে দেখা যায় না বলে অভিযোগ ছিল। এমনকী চলতি বছরের শুরুতেও দেব ঘাটালের কয়েকটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ায় তা নিয়ে জটিলতা শুরু হয়েছিল। তিনি দল ছাড়তে পারেন, এই জল্পনাও উসকে উঠেছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর দেব ঘাটালের প্রার্থী হতে রাজি হন। আর একইসঙ্গে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি আদায় করে নেন। এদিন অভিষেক ঘাটালের রোড শো থেকে জানালেন, ৩১ ডিসেম্বরের মধ্য়েই মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে।