প্রবল গরমের প্রকোপের মাঝেই খানিক স্বস্তি মিলল রাজ্যবাসীর। কমল তাপমাত্রা। আজ, সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সার্বিকভাবে আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বাংলায়।
পাশাপাশি, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেবে। ওই দু’দিনই আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ঝড়ও উঠবে। ঝড়ের বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি থাকবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। আর বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি। রবিবার রাতে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। অন্যদিকে, পরবর্তী দু’দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পরের তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি ঊর্ধ্বগামী হবে তাপমাত্রার পারদ, এমনই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।