আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে লোকসভা নির্বাচন। তার আগে ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি। মণিপুরে প্রাক্তন বিধায়ক সহ-মোট ৪ জন পদ্ম-নেতা যোগ দিলেন কংগ্রেসে। সোমবার কংগ্রেসে অর্থাৎ নিজের পুরনো দলেই যোগ দেন এলাংবাম চাঁদ সিং। তাঁর সাথে আরও ৩ জন বিজেপি নেতা সাগোলসেম আচৌবা সিং, ওইনাম হেমন্ত সিং এবং থৌদাম দেবদত্ত সিং হাতে কংগ্রেসের পতাকা তুলে নেন। মণিপুরের রাজধানী ইম্ফলে কংগ্রেস প্রার্থী আঙ্গোমচা বিমল আকোইজামের উপস্থিতিতে দলে যোগ দেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, মণিপুর হিংসা নিয়ে বিজেপির ভূমিকায় ক্ষুব্ধ হয়েই দলত্যাগ করলেন ওই ৩ বিজেপি নেতা। এখনও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এমনকি মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। বিগত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২টির মধ্যে একটি আসন যায় বিজেপির ঝুলিতে এবং অন্যটি যায় নাগা পিপলস ফ্রন্টের কাছে। বিজেপির টিকিটে জিতেছিলেন আর কে রঞ্জন সিং। নাগা পিপলস ফ্রন্টের হয়ে লোরহো এস ফোজ ভোটে জিতেছিলেন। পাঁচ বছর বাদে রাজনৈতিক চিত্র বদলেছে অনেকটাই। জাতিদাঙ্গায় উত্তপ্ত হয়েছে মণিপুর। নানান প্রশ্নের মুখে পড়েছে বিজেপিশাসিত সরকার। এমতাবস্থায় ভোটের ভোটের প্রাক্কালে দলে এহেন ফাটল যে গেরুয়া-নেতৃত্বের মাথাব্যথা বাড়াবে, তা বলাই বাহুল্য।