রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। নাজেহাল আমজনতা। তবে গরমের এহেন চোখরাঙানি উপেক্ষা করেই আজ পুরুলিয়ায় ভোটের প্রচারে সারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী জনসভা উপলক্ষে ৫০ হাজার জলের পাউচের ব্যবস্থা করেছে তৃণমূল। সেই সঙ্গে থাকছে ৪ টি জলের ট্যাঙ্কার। ৫০০ মিলিলিটারের ১২ হাজার বোতল। শুক্র ও শনি, দুদিন ধরেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। শনিবার জেলার সর্বোচ্চ ছিল ৩৯.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। শুক্রবার জেলার সর্বোচ্চ ছিল ৩৯.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। গনগনে রোদ মাথায় করেই সেখানে লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো।
প্রসঙ্গত, রবিবার বেলা ঠিক ১২ টা নাগাদ এই নির্বাচনী জনসভা শুরু হয়েছে হুড়ার লধুড়কার মাঠে। এদিন অন্ডাল থেকে আকাশপথে তৃণমূল নেত্রী পৌঁছন সভাস্থলে। আগামী ৮ই এপ্রিল, সোমবার বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন দলনেত্রী। ওই জনসভাতেও বিপুল মানুষের জমায়েত হবে বলে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রখর দাবদাহের কথা মাথায় রেখে মাঠের বেশিরভাগ অংশই ঢেকে দেওয়া হয়েছে। তৃণমূলের পুরুলিয়া কেন্দ্রের নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কাছ থেকে অর্থের বিনিময়ে ৫০ হাজার জলের পাউচ চেয়েছি।” সভায় আসা কর্মীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও নজর রাখছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তাই বাসের সঙ্গে দেওয়া হয়েছে প্রচুর ছোট গাড়ি।