কার্যত দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তবুও উদ্বেগের অন্ত নেই বঙ্গ বিজেপির। ক্রমশই প্রকাশ্যে আসছে আভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক দুর্বলতা। এবার চিন্তা বাড়ল হাওড়া লোকসভা কেন্দ্র নিয়ে। সেখানে বাম ও তৃণমূল প্রার্থী; দু’জনেই জোরকদমে প্রচার চালাচ্ছেন। কিন্তু প্রচারেই বেরোচ্ছেন না বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী! ফলত হতাশা গ্রাস করছে দলীয় কর্মীদের। ভাঙছে মনোবল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাঁরা। ভোট ঘোষণার আগেই প্রথম দফায় হাওড়ার প্রার্থী নাম ঘোষণা করেছিল বিজেপি। শহরের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়। এক মাস পেরিয়ে গেলেও প্রচারের দেখা নেই। কেবল সাঁকরাইলে একদিন জনসভা করেছেন রথীনবাবু।
অন্যদিকে, সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় ও জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন সর্বত্র। বিজেপি কর্মীরা স্রেফ দর্শকের ভূমিকায়। প্রার্থী ময়দানে না নামায় অসন্তুষ্ট তাঁরা। দলের অনেকেই স্বীকার করছেন, নিচুতলার কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে। কর্মীদের কথায়, প্রার্থী না থাকলে প্রচারে নামা সম্ভব নয়। সংগঠনের পদাধিকারীদের দাবি, প্রার্থীকে পাওয়া যাচ্ছে না। ফলত আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।