ভোটের আগে তোলপাড় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। শনিবার ভূপতিনগরে দুই তৃণমূল কংগ্রেসের নেতাকে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেন এনআইএ’র গোয়েন্দারা। তখন এলাকার মহিলারা পথ আটকে দাঁড়ায়। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করার জেরে এনআইএ’র গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। এরপর গাইঘাটা থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয় এনআইএ’র বিরুদ্ধে। রবিবার সকালে সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, গত ২৬শে মার্চ এনআইএ’র এসপি ধনরামের কলকাতার বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ করা হয়েছে যে কোন এলাকায়, কাদের গ্রেফতার করা হবে, তার তালিকা এনআইএ’র হাতে তুলে দেন জিতেন্দ্র।
এরপর এনআইএ সেই তালিকা অনুযায়ী তল্লাশি চালিয়ে, আতঙ্ক সৃষ্টি করে তৃণমূলের বুথকর্মী এবং নেতাদের গ্রেপ্তার করার পরিকল্পনা করছে। প্রসঙ্গত, এদিনের সাংবাদিক বৈঠকে এনআইএ’র এসপি ধনরাম সিংহের বাড়ির ভিজিটর্স বুকের রেকর্ড তুলে ধরেন কুণাল। তিনি এদিন জানিয়েছেন, ভিজিটর্স বুকে জে কে তিওয়ারির নাম লেখা রয়েছে এবং যে ঠিকানা লেখা আছে, তা হলো ক্যামাক স্ট্রিটের সরস্বতী নিকেতনের, যা জিতেন্দ্রর মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। এছাড়া, কুণাল বিস্ফোরক দাবি করেছেন যে সন্ধে ৭টা বেজে ২২ মিনিট পর্যন্ত ওই ফ্ল্যাটে ছিলেন জিতেন্দ্র, যেখানে সাদা প্যাকেটে দু’পক্ষের মধ্যে টাকার লেনদেন হয়। যা নিয়ে তুঙ্গে বিতর্কের ঝড়।