বিতর্ক পিছু ছাড়ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকে তাঁকে ভোটের টিকিট দিয়েছে বিজেপি। এর মধ্যেই একাধিক বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ‘নো ভোট টু অভিজিৎ গঙ্গোপাধ্যায়’ ডাক উঠল আমজনতার মধ্যে থেকেই। যে চাকরিপ্রার্থীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আশার আলো, তাঁরাই এখন তাঁর বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোলবদলে চাকরিপ্রার্থীদের অনেকে খুশি নন। বিচারপতি অভিজিতের নির্দেশে যাঁরা চাকরি খুইয়েছিলেন, তাঁরাও ক্ষুব্ধ। দু’পক্ষের ডাক, ‘নো ভোট টু অভিজিৎ’। অভিজিতের ভাবমূর্তি সামনে রেখে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সেই ভাবমূর্তি এখন কার্যত তলানিতে। চাকরিপ্রার্থীরা বলছেন, নিজের স্বার্থে তিনি অমন নির্দেশ দিতেই। স্বার্থপূরণের উদ্দেশ্যে এখন ভোটের রাজনীতিতে এসেছেন তিনি।
চাকরিপ্রার্থীরাই বলছেন, তাঁদে, ভবিষ্যৎ নিয়ে অভিজিতের সব আস্ফালনই নিষ্ফল। সেটা ভোটে দাঁড়িয়ে উনি নিজেই প্রমাণ করেছেন। এমন লোককে কীভাবে ভরসা করা যায়, প্রশ্ন চাকরিপ্রার্থীদের। বিচারপতি অভিজিতের নির্দেশে শিক্ষকের চাকরি হারিয়েছিলেন, এমন অনেকেই শীর্ষ আদালতের নির্দেশে পুনর্বহাল হয়েছেন। “চাকরি ফেরত মিলেছে ঠিকই। কিন্তু ভুয়ো শিক্ষকের তকমাটা সহজে মুছে ফেলা যাবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে বসে একতরফা বিচার করে গিয়েছেন। এখন বোঝা যাচ্ছে, সবটাই তিনি করেছেন কাউকে খুশি করতে”, এমনই মত চাকরিপ্রার্থীদের।