বালুরঘাটের মঞ্চে ভূপতিনগর নিয়ে এনআইএকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। আসলে হামলা করেছে এনআইএ। মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।’’
মমতা এ-ও বলেছেন, ভূপতিনগরে মাঝরাতে এনআইএ-র অভিযান আসলে করানো হয়েছে বিজেপিকে ভোটে সাহায্য করার জন্য। মমতা বলেন, ‘‘কবে কোথায় মেদিনীপুরে একটা চকোলেট বোমা ফেটেছে, তার তদন্ত করতে এই ভোটের মুখে মাঝরাতে ছুটে আসতে হল এনআইএ-কে?’’
এ প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘আমরা বিজেপির কমিশন চাই না। আমরা নিরপেক্ষ কমিশন চাই।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করিয়ে ভোটের দখল নেওয়ার অভিযোগও করেছেন ক্ষুব্ধ মমতা। তিনি বলেন, ‘‘ভোটের আগে তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেফতার করা চলবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করা চলবে না।’’ এমনকি, প্রধানমন্ত্রীকে গায়ের জোরে, বদমাইশি করে ভোট দখল করার অভিযোগও করেন মমতা।