এপ্রিল পড়তে না পড়তেই দেশ জুড়ে বেশ গরম পড়তে শুরু করে দিয়েছে। বহু জায়গায় ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। এই আবহে এবছর গ্রীষ্মকালে শাকসবজির দাম উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
গতকালই শেষ হয় মনেটারি পিলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরবিআই প্রধান শক্তিকান্ত দাস সবজির দাম নিয়ে এই পূর্বাভাস দেন। তিনি বলেন, ‘এই বছরে গ্রীষ্মকালে শাকসবজির দামের হেরফেরের ওপর নাজর রাখতে হবে আমাদের।’ উল্লেখ্য, ভারতের আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্বাভাসে জানিয়েছে, এবছর গ্রীষ্মে দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা ওপরে থাকতে পারে। এর জেরে সবজির ফলনে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকেই সবজির দাম নিয়ে আগাম সতর্ক করলেন আরবিআই গভর্নর।
দেশে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মনেটারি পলিসিট কমিটি। এই নিয়ে টানা সপ্তমবার রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। এই আবহে আরবিআই গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নামিয়ে আনার জন্যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এই লক্ষ্যে পৌঁছতে শেষের পথটুকু বেশ চ্যালেঞ্জিং হবে বলেও জানান শক্তিকান্ত দাস। গভর্নর জানান, এই অর্থবর্ষের কয়েকটি ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের পর্যায়ে নেমে আসবে। তবে এরপর ফের তা ওপরের দিকে চড়তে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, এবছর অন্ততপক্ষে জুন পর্যন্ত তাপপ্রবাহের স্থিতি বজায় থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। সেই বিষয়ে আরবিআই গভর্নরকে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘বিশেষ করে খাদ্য শস্যের ওপরে আবহাওয়া কী প্রভাব ফেলে, তা আমাদের নজরে রাখতে হবে। বিশেষ করে কিছু কিছু শাকসবজির দামে নজর রাখতে হবে আমাদের।’