এবারের লোকসভা নির্বাচনে তাদের পাখির চোখ যে উত্তরবঙ্গ, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। শুক্রবার দুপুরেই উত্তরবঙ্গের মালদায় আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে জেলার মোট ১২১ জন দলীয় প্রতিনিধির সঙ্গে অভ্যন্তরীণ বৈঠক করেন তিনি। এই বৈঠকে উপস্থিত হন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। দলের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষও উপস্থিত ছিলেন। মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির ৪২ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেন। প্রায় দু’ঘন্টা ধরে বৈঠক হয়।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি তৃণমূল জেলা সভাপতি, বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন তিনি। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকাল সাংবাদিক বৈঠক করে অভিষেক বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদের জনগণ দু’হাত তুলে আশীর্বাদ করেছিলেন তৃণমূল কংগ্রেসকে। স্বাভাবিক কারণেই খুব ভাল ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবারও আমরা আশাবাদী বিরোধীদের পরাস্ত করে মালদায় ভাল ফল করবে তৃণমূল।’
সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী অভিষেকের কথায়, ‘গত বিধানসভা নির্বাচনে মালদায় খুব ভাল ফল হয়েছে। মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের মধ্যে পড়ে। এক, সামশেরগঞ্জ দুই ফরাক্কা। সেখানেও গত বিধানসভা নির্বাচনে ভাল ফল হয়েছিল তৃণমূলের। এদিনের এই পর্যালোচনা বৈঠকে দলীয় নেতৃত্বের নানান কথা শোনা হয়েছে। আগামীতে নির্বাচনী রণকৌশল তৈরি করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে নিয়ে এই বৈঠকের মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে। মালদার দুটি লোকসভা কেন্দ্রেই জিতবে তৃণমূল।’