চলতি মাসেই লোকসভা নির্বাচন শুরু দেশে। আর এই আবহেই ইদের আগে শেষ জুম্মার ইফতারে যোগ দিলেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত, ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বর্তমানে হুগলিতে জমিয়ে প্রচার সারছেন। এই গরমে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। ৫ এপ্রিল, শুক্রবারও ঠিক একই ভাবে তিনি হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় প্রচার সারেন। তাঁকে দেখতে রাস্তার ধারে গরম উপেক্ষা করেও বহু মানুষ ভিড় জমান। তাঁদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী।
প্রচারের পর দুপুরে দলীয় কর্মীদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন তিনি। তারপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবারও প্রচার সেরে পৌঁছে যান ঝুলোনিয়ার বড় মসজিদের সামনে চলা ইফতার পার্টিতে। সেখানে গিয়ে ইসলাম ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে বসে ফল খান। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতা, বিধায়করা। বাঁশবেড়িয়ার উপ পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্রকে তাঁর সঙ্গে দেখা যায়। অন্যদিকে গতকাল পাঁশকুড়ায় ইফতার পার্টিতে যোগ দেন দেব। তাঁকে এদিন সেখানকার সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত একটি ইফতার পার্টিতে যোগ দিতে দেখা যায়। একটি গেস্ট হাউজে চলা এই পার্টিতে তিনি সেখানে উপস্থিত সকলের সঙ্গে হাসি মজায় যোগ দেন।