নদিয়ার কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর উত্তরবঙ্গে গিয়ে পর পর সভা করেছেন। জলপাইগুড়ি, কোচবিহারের পর শনিবার তাঁর জোড়া সভা উত্তরবঙ্গের দক্ষিণের জেলায়। বালুরঘাটে সভা করার পর উত্তর দিনাজপুরের হেমতাবাদ কেন্দ্রে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ।
ভূপতিনগরের ঘটনা নিয়ে রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘চকলেট বোম ফাটালেও গ্রেফতার করছে। আমাদের হারানোর জন্য ভোট ম্যানেজারদের গ্রেফতার করা হচ্ছে। বিজেপি যদি জয় নিয়ে এতই নিশ্চিত, তা হলে গ্রেফতার করতে হচ্ছে কেন? এনআইএ-কে পাঠাতে হচ্ছে কেন?’’
মোদীর ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের বিকল্প হিসাবে বাংলায় ‘স্বাস্থ্যসাথী’র কথা বললেন মমতা। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী বলেন বাংলার সরকার আমার কথা শোনে না। কেন শুনব? আমরা কি বিজেপির চাকর? যেটায় মানুষের লাভ হবে, আমি সেটা করব। ‘আয়ুষ্মান ভারত’ কেন করব? ‘স্বাস্থ্যসাথী’তে ন’কোটি পরিবার সাহায্য পান। ‘আয়ুষ্মান ভারত’-এ ১ কোটি মানুষ পেতেন। বাকি ৮ কোটি বাদ যাবে?’’