বাড়ির লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করছে তৃণমূল। এই মুহূর্তে সেখানেই রয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনের পর উত্তর দিনাজপুরের হেমতাবাদে প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। আর সেখান থেকেই মোদীর গ্যারান্টি চাইলেন মমতা! বললেন, ‘আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে।’
শনিবার দুপুরে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চিরাচরিত ভঙ্গিতে মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, ‘মোদীর গ্যারান্টি মোদীর ছবি। আর রাজ্য সরকারের গ্যারান্টি, আমি নই, আমি সামান্য এক মানুষ। রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি-মানুষ। গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, গ্যারান্টি বার্ধক্যভাতা। আর মোদি? আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে। দেশ বাঁচানো সরকারের কাজ। কিন্তু এই সরকার সমস্ত বেচে দিচ্ছে। তার আবার গ্যারান্টি!’ ভোটের আগে তড়িঘড়ি রান্নার গ্যাসের দাম কমানো নিয়েও এদিন কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘এখন নির্বাচনের আগে দাম কমিয়েছে গ্যাস সিলিন্ডারের। তার পর কিন্তু মনে রাখবেন ফের হাজার টাকা হবে। তখন বলতে হবে, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’