দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। অতীতে কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর গলায়। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে মোদী বলেছিলেন, “কালো টাকা ফেরত আনতে হবে! না হবে না! এই টাকায় মানুষের অধিকার। এই চোর লুটেরাদের পয়সা যা বিদেশি ব্যাঙ্কে জমা রয়েছে তা যদি একবার ফিরিয়ে আনতে পারি তাহলে সেখান থেকেই হিন্দুস্থানের গরিব মানুষরা এমনই ১৫-২০ লাখ টাকা পেয়ে যাবেন।” এভার বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কী সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করলেন? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিলীপ ঘোষের একটি মন্তব্য ঘিরে এরকমই জল্পনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের কুড়মুনে উপস্থিত থেকে একটি প্রশ্নের জবাবে হাসি মুখে বলেন, “১৫ লাখ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল! আমরা এখন ১৫ কোটির কথা বলছি।” এই মন্তব্যের ব্যাখ্যা তিনি করেননি। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে।