বিজেপি সারাজীবন ক্ষমতায় থাকবে না। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উদ্দেশে রায়গঞ্জের মঞ্চ থেকে এমনটাই বার্তা দিলেন মমতা। তাঁর কথায়, ‘‘আমি ভয় দেখাচ্ছি না। কিন্তু যে আধিকারিকেরা এটা করছেন, তাঁদের বলছি, বিজেপি কিন্তু সারাজীবন ক্ষমতায় থাকবে না। আরশোলা কামড়ালেও মানবাধিকার কমিশন আসছে। আমরা সব নজরে রাখছি। ভুলে যাচ্ছি না।’’
ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, যাঁদের গ্রেফতার করা হচ্ছে, তাঁদের পরিবারের সদস্যদেরই ভোটের এজেন্ট করা হবে। বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
জলপাইগুড়ির ঘূর্ণিঝড়ে চার জনের মৃত্যু প্রসঙ্গে মমতা বলেন, ‘‘দুর্যোগের পরে এলেন কোচবিহারে, দুর্যোগ নিয়ে একটা কথা নাই ওঁর মুখে! আসলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার টাকা দেবে। আর উনি নাম কিনবেন।’’
সিএএ নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন মমতা। তাঁর কথায়, ‘‘ওরা বলছে সিএএ নাকি হিন্দুদের জন্য। না। মিথ্যা কথা। সিএএ মাথা হলে লেজ এনআরসি। সিএএ-র পরেই ওটা করা হবে। সবাইকে বিদেশি বানিয়ে দেবে।’’