লোকসভা নির্বাচনে সন্দেশখালি ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিকে গুরুত্ব দিতে নারাজ। কোচবিহারের সভা থেকে মমতা বললেন, “সন্দেশখালি কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম নয়। একটা ঘটনা ঘটে গিয়েছে।” হাথরাস প্রসঙ্গ তুলে বললেন, “সন্দেশখালিতে কেউ মারা যায়নি।”
শিয়রে লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়েছে প্রচারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলায় জেলায় জনসভা করছেন। এদিন কোচবিহারের তুফানগঞ্জে সভা করেন তিনি। বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে সন্দেশখালি নিয়ে রাজ্যকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তার পালটা দিলেন মমতা।
তিনি বলেন, “সন্দেশখালি কিন্তু সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়। আমাদের পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন। যাঁরা জমি জায়গা কেড়ে নেওয়ার অভিযোগ করেছিলেন, তাঁদের সব ফেরানো হয়েছে।” এর পরই হাথরাস ও বিলকিস প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি নিশানা করেন মোদিকে। বলেন, “সন্দেশখালিতে কিন্তু একজনও মারা যায়নি।”