উত্তরবঙ্গকে এবার পাখির চোখ করছে তৃণমূল। এখানের সবকটি আসনে ঘাসফুল ফোটাতে ভোট প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা। আর তাই বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গে জোড়া সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, তুফানগঞ্জের সভা থেকে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহস্পতিবারের কোচবিহারের সভাকে নিশানা করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘প্রধানমন্ত্রীবাবু কাল মিটিং করে গেছেন। কার হয়ে মিটিং করে গেছেন। আমরা তাঁকে তাড়িয়ে দিয়েছিলাম। খুন, পাচার, দাঙ্গা করতেন তিনি। নিজের আয়নায় মুখ দেখো।
আমাদের কাছে যে আপদ, তিনি ওদের কাছে সম্পদ। তিনি আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ছি ছি ছি। লজ্জা লজ্জা লজ্জা।’ এ প্রসঙ্গেই তিনি টেনে আনেন সন্দেশখালি প্রসঙ্গও। মমতার কথায়, ‘সন্দেশখালি আর দুর্নীতি নিয়ে লড়াইয়ের কথা বলেছেন। জেনে রাখুন সন্দেশখালি সিঙ্গুর, নন্দীগ্রাম নয়। আমরা গ্রেফতার করেছি। আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা অবিচার করিনি। কিন্তু হাথরস, বিলকিস, কী হয়েছে? তুমি কতবার গেছ, তোমার নেতারা কতবার গেছে?’