লোকসভা নির্বাচনের পাশাপাশি বাংলার দুটি বিধানসভা আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। বরানগর কেন্দ্র থেকে উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারকা প্রার্থী সায়ন্তিকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করতে চাইছেন বরানগর উপনির্বাচনের তারকা প্রার্থী সায়ন্তিকা। টবিন রোডে গত শনিবার বিকেলে দলের পদাধিকারী ও কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেন সায়ন্তিকা। জানান, মানুষের কাছে গিয়ে দিদির উন্নয়নের কথাই বলবেন তিনি। আরও বলেন, ২০২১ সালে এখানে বিজেপি হেরেছে, এবারও বিজেপি হারবে। উত্তর ২৪ পরগনা জেলাতেই জন্মেছেন, বিধাননগরে পড়াশুনো করেছেন, বড় হয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবারের পরিচয় পর্বের সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়, বারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, বরানগরের চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসু প্রমুখ সায়ন্তিকাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রবিবার সকাল ১০টায় রবীন্দ্রভবনে কর্মীসভা ছিল। তারপর বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বারে যান তৃণমূল প্রার্থী। সায়ন্তিকার বক্তব্য, স্বাস্থ্যকর রাজনৈতিক লড়াই হোক। তিনি বলেন, বাঁকুড়া গত তিন বছর ধরে তাঁকে রাজনৈতিকভাবে নানান শিক্ষা দিয়েছে। উন্নয়নের পক্ষেই ভোট চাইবেন বলেও জানান তিনি। এদিন কামারহাটির বিধায়ক অসুস্থ মদন মিত্রকেও দেখতে যান সায়ন্তিকা।