বাংলায় ভোটের আগে ফের উসকে গেল রাম-বাম আঁতাতের তত্ত্ব। যা ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে রাজ্য-রাজনীতিতে। আসন্ন লোকসভা ভোটে নিজের আসন থেকে জিতলেই বামেদের বেদখল দলীয় দফতরগুলি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার মাথাভাঙ্গার মহকুমার শীতলখুচি বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ বাজারের মাঠে নির্বাচনী সভায় কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথের এই ঘোষণা বাড়িয়ে দিয়েছে রাম-বাম জোটের জল্পনা। নিশীথের ওই বক্তব্যের ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের ধারণা, ২০১৯ সালে তৃণমূলকে হারাতে বাম সমর্থকেরা অনেকেই বিজেপির প্রাথীকে ভোট দিয়েছিলেন। ফলে রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি। কোচবিহারে একসময় এলাকায় ফরওয়ার্ড ব্লকের দাপট ছিল তবে এখন তাদের সাংগঠনিক শক্তি বেশ কম। তবে অনুমান, বিরোধী ভোট ভাগ হলে তৃণমূল প্রার্থীই সুবিধা পাবে। তাই বিরোধী ভোট ভাগাভাগি রুখে বাম ভোট নিজের দখলে আনতেই নিশীথের এহেন বক্তব্য, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা।