ভোটের প্রচারে আজব প্রতিশ্রুতি দিয়ে বসলেন প্রার্থী। ভোটে জিতলেই নাকি দরিদ্র মানুষদের সস্তায় মদ দেওয়া হবে! যা শোনার পর রীতিমতো অবাক ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার নির্দল প্রার্থী বনিতা রাউত লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁকে ভোটে জয়ী করলে দরিদ্র মানুষজন সস্তায় হুইস্কি এবং বিয়ার পাবেন। প্রসঙ্গত ,অল ইন্ডিয়া হিউম্যানিটি পার্টিতে ছিলেন বনিতা। তবে এবার নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। জানিয়েছেন, তিনি ভোটে জয়ী হলে শুধু দরিদ্র মানুষদের সস্তায় বিলিতি মদই দেওয়া হবে না, প্রতিটি গ্রামে বিয়ার বার খুলবেন। এছাড়া, তিনি নিজের সাংসদ তহবিল থেকে দরিদ্রদের বিনামূল্যে আমদানি করা হুইস্কি এবং বিয়ারও সরবরাহ করবেন। বনিতা রাউতের স্লোগান, “যেখানে গ্রাম, সেখানেই বিয়ার বার।” কেন এমন প্রতিশ্রুতি দিলেন নির্দল প্রার্থী, সেই ব্যাখ্যাও তিনি করেছেন। বনিতা রাউত বলেন, গরিব লোকেরা কঠোর পরিশ্রম করে এবং মদ্যপান করেই স্বস্তি পায়। কিন্তু, তাঁরা মানসম্পন্ন হুইস্কি বা বিয়ার কিনতে পারে না। তাঁরা শুধুমাত্র দেশীয় মদ পান করেন। যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাঁদের।
ফলত, তাঁরা যাতে বিলিতি মদ পান করে তৃপ্তি উপভোগ করতে পারেন, সেই কথা ভেবেই মদের দামে ছাড় দেওয়ার কথা বলেছেন বলে দাবি করেছেন ওই প্রার্থী। বনিতা আরও জানান, শুধুমাত্র যাদের লাইসেন্স থাকবে তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রসঙ্গত, এর আগে লোকসভা নির্বাচনে লড়েছেন বনিতা রাউত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি নাগপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তাকে চিমুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছিল। এই নির্বাচনেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরেই পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন তার জমানত বাজেয়াপ্ত করেছিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম ধাপে মহারাষ্ট্রের ৫ টি আসনে ভোট রয়েছে। তারজন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শনিবার ছিল। প্রথম দফার নির্বাচনে প্রার্থী রয়েছেন মোট ৯৭ জন।