ইডি–সিবিআই বিজেপির একমাত্র অস্ত্র। তাই দিয়ে বিরোধীদের উপর চাপ দেওয়া হচ্ছে। রাজনৈতিকভাবে পারবে না বুঝতে পেরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। এই অভিযোগ বারবার করেছে তৃণমূল কংগ্রেস–সহ দেশের তামাম বিরোধী দলগুলি। এবার তার সপক্ষে প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রীয় সংস্থা দিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে শায়েস্তা করার হুমকি দিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাই তাঁর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে নালিশ করল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি পর্যন্ত জানানো হয়েছে। এই নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে।
গঙ্গারামপুরে লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে উদ্দেশ্য করে বিজেপি প্রার্থী মন্তব্য করেছিলেন, ‘কঠোর হতে বাধ্য করবেন না। না হলে চেয়ারম্যান যতদিন ছিলেন না, তার থেকে বেশিদিন ইডি–সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে।’ সুকান্ত মজুমদারের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতেই চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। এই বিপ্লব মিত্রের ভাই হলেন প্রশান্ত মিত্র। যাঁকে সরাসরি হুমকি দিয়ে বসলেন সুকান্ত মজুমদার।