গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। সোমবার ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। আর পরদিনই জামিন পেলেন তাঁর দলের সাংসদ সঞ্জয় সিং।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আপ সাংসদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। এদিকে, মঙ্গলবারই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অতিশীর মুখে। তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগদান না করলে কয়েকদিনের মধ্যে আপের চার নেতার বাড়িতে হানা দেবে ইডি। অতিশী ছাড়াও ইডি তল্লাশি হবে সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক ও রাঘব চাড্ডার বাড়িতে। তার পরেই চার নেতাকে সমন পাঠিয়ে নিজেদের হেফাজতে নেবে ইডি।