এবারের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। আর তারপরেই ফের উঠে এসেছে শীতলকুচি প্রসঙ্গ। বীরভূমের বিদায়ী সাংসদ তথা এবারও তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের নামে তৈরি তাঁর সমর্থকদের এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে রবিবার রাতে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই গত বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচির প্রসঙ্গ তুলে খোঁচা দেওয়ার পাশাপাশি সদ্য প্রাক্তন ওই আইপিএস রাজ্য গোয়েন্দা বিভাগ বা সিআইডির ‘আতশকাচের তলায়’ ছিলেন, তার উল্লেখ করা হয়েছে। দেবাশিসের ‘কয়েকশো গুণ’ সম্পত্তি বৃদ্ধি হয়েছে বলেও ওই পোস্টে অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১০ এপ্রিল, বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় শীতলকুচি বিধানসভার জোড়পাটকি পঞ্চায়েতের ৫/১২৬ নম্বর বুথে ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ ওঠে সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। ভোটের লাইনে থাকা চার যুবকের মৃত্যু হয়। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন দেবাশিস ধর। ওই ঘটনা ঘিরে তোলপাড় চলে রাজ্য রাজনীতিতে। মৃতদের পরিবার তরফে জওয়ানদের বিরুদ্ধে মামলা করে। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। ভোট শেষে দেবাশিসকে সরিয়ে দেয় রাজ্য। তাঁকে ভবানী ভবনে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তাঁর বহুগুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করেছিল সিআইডি।