বছরের গোড়াতেই জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে, গত ২১ মার্চ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। শনিবার হেমন্ত এবং কেজরির স্ত্রী দেখা করেন। তাঁরা জানান, স্বামীদের রক্ষা করতে একসঙ্গে লড়বেন।
দুইজনের সাক্ষাতের ছবি ও ভিডিয়ো পোস্ট করে আম আদমি পার্টি এক্স হ্যান্ডেলে লেখে, ‘স্বৈরাচারী সরকারের হাতে অরবিন্দ কেজরিওয়ালজি ও হেমন্ত সোরেনজির গ্রেফতারি সত্ত্বেও এঁরা (দুইজনের স্ত্রী) শক্ত পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং রাজ্যের মানুষের সঙ্গে নিয়ে লড়ছেন।’ অন্যদিকে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্পনা বলেন, ‘একই ঘটনা ঝাড়খণ্ডেও হয়েছিল। আমার স্বামীকে গ্রেফতারের পর এখন অরবিন্দ কেজরিওয়ালজিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঝাড়খণ্ড সুনীতা কেজরিওয়ালজির পাশে রয়েছে। আমরা একে অপরের দুঃখ ভাগ করে নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে লড়াই করে সামনে এগিয়ে যাব।’