প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে মিথ্যা কথা বলেছেন। একটি সাক্ষাৎকারে মোদীর বক্তব্য নিয়ে সোমবার সরাসরি এই অভিযোগ তুলল কংগ্রেস। তামিলনাড়ুর একটি টিভি চ্যানেলকে প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে মোদী বলেন, নির্বাচনী বন্ড সঠিক ছিল। এতে অন্যায়ের কিছু ছিল না। এর জবাবে এদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের সাফ কথা, দেশবাসীকে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী।
রমেশ এক্সবার্তায় বলেন, প্রত্যেকটা দিন প্রধানমন্ত্রী ভণ্ডামিকে এর নয়া মাত্রায় তুলে ধরেন এবং অসততার একেবারে অতলে চলে যান। রমেশ লিখেছেন, মোদী দাবি করেছেন, নির্বাচনী বন্ড প্রকল্প উনি চালু করেছেন বলেই আজ মানুষ জানতে পারছে কোথা থেকে টাকা এসেছে এবং কীভাবে তা ব্যবহার হয়েছে। এরপরেই রমেশ কিছু ‘প্রাসঙ্গিক সত্য’ তুলে ধরেছেন।
রাজ্যসভার সদস্য তথা কংগ্রেস প্রচার বিভাগের প্রধানের দাবি, এই প্রকল্পটি ছিল পুরোপুরি অজ্ঞাত। অন্য ভাষায় বলা যায়, প্রধানমন্ত্রী মোদীই চেয়েছিলেন দেশবাসীকে অন্ধকারে রাখতে। কোথা থেকে রাজনৈতিক দলগুলির হাতে টাকা বা তহবিল আসে তা যেন দেশের মানুষ টের না পায়। ২০১৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত গত ৬ বছরে কোন দাতার কাছ থেকে কোন দল তহবিল সংগ্রহ করেছে তার বিস্তারিত তথ্য কোথায়!
রমেশের আরও অভিযোগ, রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আদালতে মিথ্যা বলেছে। দাতা ও গ্রহীতার নাম মেলানোর জন্য ৩ মাস সময় চেয়ে ওরা সুপ্রিম কোর্টে মিথ্যা বলেছিল। আমাদের দলকে বললেই ১৫ সেকেন্ডের মধ্যে পাইথন কোড প্রয়োগে এটা বের করে দেওয়া যেত, দাবি রমেশের। নির্বাচনী বন্ড রায়ে বিজেপির ক্ষতি হবে, একথা অস্বীকার করেছেন মোদী। এর জবাবে রমেশ বলেন, তথ্যে পরিষ্কার যে, আপনার দল এবং সরকার আকাশচুম্বী দুর্নীতিতে জড়িত।