বাংলায় ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর চলতি এপ্রিল মাসে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে অসম যাবেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে অসমের শিলচর, লক্ষ্মীপুর, বরপেটা ও কোকরাঝাড় লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থীরা। উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করেই অসমে পৌঁছবেন মমতা। উত্তর-পূর্বের রাজ্যে দু’দিন চার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি প্রচারের কৌশলও ঠিক করেন দেবেন তৃণমূল নেত্রী।
পাশাপাশি জানা যাচ্ছে, ১৬ই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা। তারপর শিলিগুড়ি থেকে অসমের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এপ্রিলের ১৭ ও ১৮ তারিখ অসমে প্রচারে অংশ নেবেন তিনি। তারপর রাজ্যে ফিরবেন। এবার অসমে তিন দফায় ভোটগ্রহণ হবে। যথাক্রমে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ই মে তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন।