এর আগে সোমম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছিলেন গোটা দেশের হার্টথ্রব অরিজিৎ সিং। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে সোনামকে ‘মর্ডান আইডল’ আখ্যা দিয়ে তিনি লিখেছিলেম, ‘আমার ভালবাসার মানুষ, আমার আজকের দিনের আদর্শ, সোনাম ওয়াংচুক…..আপনার লড়াই আরও শক্তিশালী হোক’। এবার ৫৩তম এককের মঞ্চে দাঁড়িয়ে সোনামের হয়ে গর্জে উঠলেন বাংলার রকস্টার রূপম ইসলাম।
রবিবার নজরুল মঞ্চে স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে গায়ক বললেন, ‘বেশি প্রতিবাদী হলে আমার ফোনে আড়ি পাতা হবে। পিছনে তাড়া করবে ট্রেন্ড ডগ। পালাতে হবে সব ছেড়ে। তবুও এভাবেই জানাবো প্রতিবাদ’। লাদাখের পরিবেশ রক্ষার জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য সোনাম ওয়াংচুকের টানা ২১ দিন অনশন ধাক্কা দিয়েছে রূপমকে। গান গাওয়ার সময়ই রূপমের পিছনের জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে সেই প্রতিবাদী পরিবেশবিদের ছবি। করতালিতে ভরে ওঠে গোটা অডিটোরিয়াম। ‘হায় আদালত! কখনও দুশ্চিন্তা হয়, কোথায় পাব বিচার’, প্রশ্ন রূপমের।
রূপমের অনুষ্ঠানে গিয়েছিলেন পরিচালক পারমিতা মুন্সী। সোশ্যাল মিডিয়ায় রূপমের হয়ে কলম ধরল্রে তিনি লেখেন, ‘আজ নজরুল মঞ্চে, হাউসফুল হলে তুই সোনম ওয়াংচুককে নিয়ে কথা বললি। কেউ তো বলছে না। তুই বললি। আমার জানার মধ্যে তুই প্রথম পাবলিক ফিগার, যে ও্কে নিয়ে বললি! এর বাইরেও স্পষ্ট করলি নিজের অবস্থান। কোনও রঙ গায়ে না মেখেও যে পপুলার ম্যাজিক তৈরী করা যায়, তার নিদর্শন তুই। তোর গান শুনতে শুনতে আজ মনে হচ্ছিল, কেন আজকের তরুণ প্রজন্মের তোকে নিয়ে এত উন্মাদনা। তুই এই সময়টাকে একদম খপাৎ করে ধরে গান বেঁধেছিস। তাই সময়টাও তোকে মাথায় করে রেখেছে।’
তিনি আরও লেখেন, ‘তুই যে কতখানি স্বতন্ত্র… কতখানি অন্তর থেকে শিল্পী, তা দেখেছি অনেকবার। আজ এই এককের মঞ্চে নিজে সব সংগীত যন্ত্র বাজিয়ে, তুই যা পারফর্ম করলি, তা তুলনাহীন! তোর মতো ব্যক্তিত্বকে গড়পড়তা সিস্টেম ভয় পাবে। আর সেসব গায়ে না মেখে তুই এগিয়ে যাবি, সেটাও জানি। কারণ তুই হলি প্রকৃত রকস্টার! তোর রকবাজিকে কুর্ণিশ জানাই। তুই যে বললি, প্রেম একটা বিপ্লব। ঠিক বললি। প্রেমই আসল বিপ্লব। প্রেম যে ঠিক করে করতে পারে, সে সব করতে পারে। তুই আজীবন এমন প্রেমিক থাক বন্ধু।’