সামনেই লোকসভা নির্বাচন দেশজুড়ে। ভোট-আবহে সরগরম রাজনীতির আবহ। জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। চৈত্রর গরমকে উপেক্ষা করেই জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শনিবার জামালপুরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। জনসংযোগ চলাকালীন হঠাৎই জামালপুরের এক চায়ের দোকানে ঢোকেন তিনি। চা তৈরি করে, কর্মীদের বিতরণ করেন। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান-সহ অন্যান্য নেতারা তাঁর সঙ্গে ছিলেন। তৃণমূল প্রার্থী বলেন, এলাকার বাসিন্দারা তাঁকে আপন করে নিয়েছেন। প্রচারের বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান। ভোটে জেতার পর শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে বেশি করে কাজ করতে চান বলেই জানিয়েছেন শর্মিলাদেবী।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত জামালপুর। জামালপুর বিধানসভা কেন্দ্রে প্রচুর মতুয়া ভোটার রয়েছেন। আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি পাওয়ার পর থেকে এলাকার বাসিন্দারা চিন্তায় রয়েছেন। সিএএ কার্যকর হওয়ার পর তাদের আতঙ্কে বেড়েছে। এদিন জামালপুর ব্লক তৃণমূল সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিজেপি হাজার চেষ্টা করলেও কাউকে দেশ থেকে বের করতে পারবে না।” তৃণমূল সূত্রে খবর, শনিবারই জামালপুরে তৃণমূল প্রার্থী প্রথম প্রচারে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা বিধানসভা কেন্দ্রে প্রচার করেছেন শর্মিলাদেবী। প্রথম দিনে তাঁর প্রচারকে কেন্দ্র করে মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে নেতা ও কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে দলের উপরমহল।