আর বেশি দেরি নেই। কার্যত দুয়ারে লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে প্রচার। শুক্রবার গড়িয়ার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বিকেলের দিকে গড়িয়া বিধানপল্লী ধাপার মাঠ থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিনের প্রচার ছিল অভিনব। মহিলারা হাতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের প্ল্যাকার্ড নিয়ে হাঁটলেন। তার সঙ্গে দেখা গেল, সবুজসাথীর সাইকেল, খাদ্যসাথী পরিষেবা এবং সিএএ-বিরোধী বার্তা। রূপশ্রীর প্রচারে নববধু সেজে পথে হাঁটলেন এলাকার মহিলারা।
এদিনের প্রচারে সায়নীর সঙ্গে ছিলেন টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। এলাকায় প্রার্থীকে দেখার জন্য উৎসাহ ছিল প্রবল। হুড খোলা জিপে অরূপ বিশ্বাস ও সায়নীকে স্বাগত জানানোর জন্য গলির বাঁকে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। চন্দনের টিকা পরিয়ে বরণ করে নেওয়া হয় সায়নীকে। ‘বাংলা নিজের মেয়েকে চায়’ সহ নানা ধরনের গান বেজে ওঠে প্রচার চলাকালীন।