বাংলায় ফের আসতে চলেছে বড় অঙ্কের বিনিয়োগ। যার হাত ধরে ফের তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। এবার হাওড়ায় ইলেকট্রিক স্কুটার তৈরির ইউনিট নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। বাংলার এই প্ল্যান্টে প্রতি বছর ১৫,০০০ গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের র্যাফট মোটরসকে অন্তত মাস ছয়েক আগে অধিগ্রহণ করেছে এই সংস্থা। তারপর থেকে পুরোদমে গাড়ি তৈরির ব্যবসায় নেমে পড়ছে কসমিক বিড়লা গ্রুপ।
এপ্রসঙ্গে বিজনেসলাইনকে কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান ও এমডি জানিয়েছেন, “হাওড়ার ডোমজুড়ে একটি নতুন ইউনিট আমরা তৈরি করছি। আগামী তিন চার মাসের মধ্যে এটা করা হবে। এজন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। প্ল্যান্টের কাজও শুরু হয়েছে।” এই ইউনিটের জন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর। পাশাপাশি, ইলেকট্রিক তিনচাকার গাড়ি তৈরির ভাবনাও রয়েছে তাদের। মূলত বাণিজ্যিক গাড়ি হিসাবে ব্যবহার করা যাবে এগুলি। আগামী ২০২৬-২৭ এর মধ্যে এই ইউনিট করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সর্বোপরি, এই ইউনিটকে কেন্দ্র করে এবার বাংলার শিল্প-আঙিনায় নতুন জোয়ার আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।