নতুন ঘোষণা করল রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে প্রতিটি সেমেস্টারে থাকবে পাশ-ফেল। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমেস্টারেই পাশ করতে হবে। তবেই পরবর্তী সেমেস্টারে যাওয়া যাবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি সেমেস্টারের প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর না পেলে সংশ্লিষ্ট পড়ুয়া পাশ করবেন না। উঠতে পারবেন না পরবর্তী সেমেস্টারে। তবে ন্যূনতম কত নম্বর পেলে পড়ুয়ারা পাশ করবেন, তা নির্দিষ্টভাবে জানায়নি সংসদ। আপাতত উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে যে পাশ নম্বর আছে, সেটার ভিত্তিতেই সম্ভবত নির্ধারিত হবে যে প্রতিটি সেমেস্টারে কত নম্বর পেলে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবেন পড়ুয়ারা। বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন, সেমেস্টার প্রক্রিয়া চালু করলেও মূল্যায়নের মান যাতে না পড়ে যায়, সেটা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দেশের সব রাজ্যের মধ্যে বাংলার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই স্কুলস্তরে প্রথম সেমেস্টার প্রক্রিয়া চালু করেছে। প্রতিটি সেমেস্টারেই পড়ুয়াদের ন্যূনতম নম্বর পেতে হবে। তবেই তাঁরা পরবর্তী সেমেস্টারে যেতে পারবেন। অর্থাৎ প্রতিটি সেমেস্টারে পাশ করতে হবে বলে জানিয়েছেন সংসদের সচিব। এমনিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তর সেমেস্টার প্রথা চালু হচ্ছে। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারাই উচ্চমাধ্যমিক স্তরের সেমেস্টার ব্যবস্থার প্রথম ব্যাচ হতে চলেছে। আর সেমেস্টার ব্যবস্থায় প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২৬ সালে। প্রাথমিকভাবে সংসদ ঠিক করেছিল, একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে যে চারটি সেমেস্টার হবে, সেটির প্রতিটিতেই পাশ করতে হবে, এমন কোনও নিয়ম রাখা হবে না। অর্থাৎ সার্বিকভাবে পাশ-ফেলের বিষয়টি নির্ধারিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সংসদ। পুরো বিষয়টি বিবেচনা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রতিটি সেমেস্টারেই পাশ-ফেলের নিয়ম চালু করা হচ্ছে, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।