লোকসভা নির্বাচন কার্যত দোরগোড়ায়। তবুও অন্তর্দ্বন্দ্ব পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। উত্তর ২৪ পরগনার বারাসাতে ক্রমেই মাথাচাড়া দিচ্ছে পদ্মশিবিরের আভ্যন্তরীণ কোন্দল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পোস্টার-বিতর্ক, বাদানুবাদ অব্যাহত। এমতাবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন গতবারের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। বর্তমানকে পরামর্শের সুরে প্রাক্তন গেরুয়া প্রার্থী বললেন, তাঁর সময় যদি এত বিতর্ক হত, তাহলে নিজে থেকেই তিনি সরে যেতেন। এভাবে চলতে থাকলে গত বারের তুলনায় আরও কমবে ভোট। ঊনিশের লোকসভা ভোটে বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির ভোট ৩৮ শতাংশে পৌঁছে গিয়েছিল। জয়ের ব্যাপারে আশাবাদী ছিল বিজেপি। প্রার্থী নিয়ে দলের অন্দরে নানা চর্চা ছিল। প্রার্থী করা হয় বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারকে।
উল্লেখ্য, ২০১৭ সালে মাদক পাচারের অভিযোগে ধৃত এই স্বপন মজুমদার বিজেপির টিকিটে প্রার্থী হতেই বিদ্রোহ শুরু হয় গেরুয়া-পার্টির অন্দরে। প্রার্থীর বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত অভিযোগ ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চিঠি লেখেন খোদ বিজেপি নেতারাই। “কোনও অভিযুক্তকে প্রার্থী করাটা লজ্জার। এতে বিরোধীদের সুবিধা হবে। মনোনয়ন পর্ব শুরু হয়নি। এখনও সময় আছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে জেতা তো দূরের কথা, আগের তুলনায় ভোট অনেক কমবে”, সাফ জানান গতবারের বিজেপি প্রার্থী মৃণালবাবু।