সামনেই লোকসভা নির্বাচন। আর তার প্রাক্কালে কি ফের রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করছে মোদী সরকার? উঠছে প্রশ্ন। সম্প্রতি দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আয়কর দফতরের নোটিশ পেয়েছিল কংগ্রেস। এবার নোটিশ পাঠানো হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে (সিপিআই)। লোকসভা ভোটের মুখে এই বামদল পেল ১১ কোটি টাকার আয়কর নোটিশ।
প্রসঙ্গত, গত কয়েক বছরে রিটার্ন ফাইলের সময় সিপিআই পুরনো প্যান কার্ড ব্যবহার করেছ বলে অভিযোগ তোলা হয়েছে। এজন্য জরিমানা ও সুদ বাবদ তাদের ১১ কোটি টাকা জমা করতে বলা হয়েছে। এরই মধ্যে আবার তৃণমূল নেতা সাকেত গোখলে দাবি করেছেন, গত ৭২ ঘণ্টায় তাঁর কাছে আয়কর দফতরের ১১টি নোটিশ এসেছে। বিজেপির বিরুদ্ধে আয়কর দফতরের অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি।