এবার কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছে তৃণমূল। এর প্রতিবাদে ব্রিগেড থেকে ইতিমধ্যেই ‘জনগর্জন’ তুলেছে তারা। এবার ‘বাংলার জন্য একটু ভেবে দেখুন’ স্লোগানকে সামনে রেখে এবার বাড়ি বাড়ি প্রচারে নামছে রাজ্যের শাসক দল। শুধু নেতা-মন্ত্রী নয়, দলের সক্রিয় কর্মীদের জন্যও এই স্লোগান। জায়গায় জায়গায় গিয়ে তাঁরাই এই স্লোগানের প্রচার চালাবে। তৈরি করা হয়েছে লিফলেটও। যা বিলি করে চলবে প্রচার।
এর পাশাপাশি, এলাকায় এলাকায় ভিডিও তুলে ধরেও দেখানো হবে কতটা বাংলা-বিরোধী বিজেপি। পাঁচ-ছয় জনকে নিয়ে তৈরি করা হয়েছে প্রচার দল। তারাই এর দায়িত্বে থাকবে মূলত। ঘাসফুল শিবিরের কথায়, বিজেপি কোনও ভাবেই বাংলার স্বার্থ দেখে না। সেখানে বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূল অগণিত কাজ করেছে। ঘাসফুল শিবিরের কথায়, রাজনীতি থাকবে, ভোট আসবে-যাবে। কিন্তু এবারের ভোট বাংলার স্বার্থে। তাই ভোট দেওয়ার আগে একবার ভেবে দেখার আর্জি নিয়ে সাধারণ মানুষের দোরে দোরে পৌঁছবেন তৃণমূল কর্মীরা।