লোকসভা ভোটে প্রাক্কালে নির্বাচনী বন্ড নিয়ে বেজায় বিপাকে পড়েছে বিজেপি তথা মোদী সরকার। এবার সেই নির্বাচনী বন্ড তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন, একটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা নেওয়া হয়েছিল। তারপরেই এনডিএ সরকার টেলিকম নীতির বদল ঘটিয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, একটি কোম্পানির কাছ থেকে ১৫০ কোটি টাকা পেয়েছিল মোদী সরকার। আর তারপরই টেলিকম পলিসিটাই বদলে দেয় তারা।
ওয়েইসি বলেন, আপনারা বুঝতেই পারছেন এই পলিসি বদলের ফলে কার সুবিধা হল! যদি ২জি কেলেঙ্কারি হয়ে থাকে তবে এটাকে কী বলবেন? ওয়াইসি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এর সঙ্গে যুক্ত করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারতী গ্রুপ এই অর্থ দিয়েছিল। অপর একটি পোস্টও করেছেন মিম প্রধান। সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী হিসাবে কাকে বাছবেন সেটা একবার ভেবে না। যিনি সবসময় অত্যাচারিতদের পাশে থাকেন তাঁকে নাকি যিনি কেবলমাত্র ধনীদের পাশে থাকেন তিনি।