সামনেই ভোট। রাজনৈতিক দলগুলি তাদের মতো করে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে প্রতিশ্রুতি দিচ্ছে। একেবারে ঢালাও প্রতিশ্রুতি। ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনিয়ে বিরাট প্রতিশ্রুতি দিলেন।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর দল লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে সরকারি চাকরির ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করবে। অনেকের মতে, মহিলাদের মন জয় করার জন্য়ই তিনি এই ধরনের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভারতের নারী জনসংখ্যা কি ৫০ শতাংশ নয়? উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায় নারীর উপস্থিতি কি ৫০ শতাংশ নয়? যদি তাই হয়, তাহলে সিস্টেমে তাদের শেয়ার এত কম কেন? কংগ্রেস চায়, ‘আধি আবাদি পুরা হক’, আমরা বুঝতে পারি যে মহিলাদের সম্ভাবনা তখনই পুরোপুরি কাজে লাগানো হবে যখন দেশ পরিচালনার সরকারে মহিলাদের সমান অবদান থাকবে। আমরা সংসদে এবং বিধানসভায় মহিলা সংরক্ষণের তাৎক্ষণিক বাস্তবায়নের পক্ষে। জানিয়েছেন রাহুল।
রাহুল গান্ধী আরও বলেন, সুরক্ষিত আয়, ভবিষ্যত, স্থিতিশীলতা এবং আত্মসম্মান সম্পন্ন মহিলারাই সত্যিকার অর্থে সমাজের শক্তি হয়ে উঠবেন। তিনি বলেন, ‘৫০ শতাংশ সরকারি পদে মহিলাদের উপস্থিতি দেশের প্রতিটি মহিলাকে শক্তি দেবে এবং শক্তিশালী মহিলারা ভারতের ভাগ্য পরিবর্তন করবে।