১০০ দিনের প্রকল্পে নিয়ে আগেই নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রান্নার গ্যাস নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, “আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, লোকসভা ভোটে বাংলার ৪২টি আসন থেকেই তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে।”
অভিষেকের মুখে এমন কথা শুনে কর্মীসভায় তখন পিন পড়ার নিস্তব্ধতা। এরপরই অভিষেক যোগ করেন, “বিনিময়ে বিজেপিকে কথা দিতে হবে, আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহব করবে!”
এদিনের কর্মীসভায় অভিষেক বলেন, “এর আগে ১০০ দিনের প্রকল্পে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ২ সপ্তাহ পরেও কোবও উচ্চবাচ্য নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এখন বাংলাকে দেখে বিজেপি ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে।”
এরপরই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ” আমি আপনাকে যেটি চ্যালেঞ্জ করছি তা হল একটি বিজ্ঞপ্তি আনুন এবং ঘোষণা করুন যে আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। কথা দিচ্ছি, বিজেপি এই বিজ্ঞপ্তি আনলে সঙ্গে সঙ্গে বাংলার ৪২টি আসন থেকে তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে।”