একাধিক প্রার্থী নিয়ে ক্ষোভ মেটাতে বৈঠক করল বিজেপি। আর সেই বৈঠকেই কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই বেশ কয়েকটি আসনে প্রার্থাীদের নিয়ে স্থানীয় ক্ষোভ, দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের অভাবের কথা জানিয়ে সরব হলেন বঙ্গ বিজেপির বিভাগ ও জেলা ইনচার্জরা।
লোকসভা নির্বাচনকে সামনে সংগঠন থেকে প্রচার বিভিন্ন বিষয়ে শুক্রবার সল্টলেকে বিজেপি দপ্তরে দফায় দফায় বৈঠক চলে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে-সহ দলের অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষক ও রাজ্য নেতৃত্ব।
সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ৩৮টি আসনে ঘোষিত প্রার্থী নিয়ে দলের মধ্যে প্রতিক্রিয়া কি তা জানতে চান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সেখানেই দমদম, রায়গঞ্জ, রানাঘাট, মালদহ (উত্তর) ও জয়নগর আসনে প্রার্থীদের নিয়ে দলের অন্দরে ক্ষোভ ও সমস্যার বিষয়টি উঠে আসে। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শীলভদ্র দত্তকে। এখানে বিজেপি কর্মীদের মধ্যে জনপ্রিয় এমন অনেকেই ছিলেন দাবিদার হওয়া সত্ত্বেও তাঁদের প্রার্থী করা হয়নি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শীলভদ্রকে প্রার্থী করার পরই দমদম এলাকার বিভিন্ন জায়গায় দলের আদি কর্মীরা পোস্টার দিয়েছেন। সেভ বেঙ্গল বিজেপির তরফে দেওয়া পোস্টারে লেখা হয়েছে, ‘দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারী’র চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না।’