বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে ফাঁস হবে দিল্লির আবগারি কেলেঙ্কারির সত্যি! জানা যাবে, এই কেলেঙ্কারির অর্থ কোথায় কোথায় গিয়েছে। আর এই ফাঁস করার কাজটা করবেন এই কেলেঙ্কারির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার (২৭ মার্চ) এমনটাই জানিয়েছেন, কেজরির স্ত্রী সুনিতা। সুনিতা জানিয়েছেন, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা আপ প্রধানের। আর তখনই এই মামলার সব তথ্য ফাঁস করবেন তিনি। শুধু তথ্য় দেওয়া নয়, তাঁর স্বামী আদালতে এই বিষয়ে প্রমাণও দেবেন। এদিন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের পর এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সুনিতা। প্রসঙ্গত, গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। আপাতত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই আছেন।
সুনিতা বলেন, “কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তারা কি দিল্লিকে ধ্বংস করতে চায়? তারা কি চায় দিল্লির জনগণ কষ্টে থাকুক? অরবিন্দ এতে খুবই কষ্ট পেয়েছেন। তিনি বলেছেন, তিনি শারীরিকভাবে জেলে থাকলেও তাঁর মন মানুষের মধ্যে পড়ে রয়েছে।”