প্রায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সরগরম রাজনীতির আবহ। জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আর এমতাবস্থায় নতুন চমক দিল সিপিএম। এবার তাঁদের হয়ে প্রচার করবে এআই সঞ্চালিকা ‘সমতা’! উল্লেখ্য, একদা কম্পিউটারের বিরোধিতা করা সিপিএম এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রচারের অস্ত্র হিসেবে বেছে নিল। ‘সমতা’ হল সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ। সে এআই প্রযুক্তিতে তৈরি সঞ্চালিকা। দোলের দিন সন্ধ্যায় সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম প্রকাশ করা হয় ‘সমতা’কে। আপলোড করা হয় ২৭ সেকেন্ডের একটি ভিডিও।
উক্ত ভিডিওতে সমতা রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানায়। পাশাপাশি, রাজনীতি নিয়েও কথা বলল সে। বলল, “এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।” এই এআই সঞ্চালিকাকে এবার থেকে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। ভোটের মুখে সমাজ মাধ্যমে প্রচার চালাতেই এআইকে কাজে লাগাল বামেরা।