সামনেই লোকসভা নির্বাচন। তার আগে অশ্রাব্য ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিতর্কের কেন্দ্রে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। অতিসম্প্রতিই তাঁর একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাঁকে অত্যন্ত কুরুচিকর ভাষায় ভোটারদের আক্রমণ করতে শোনা গিয়েছে। ভাইরাল ভিডিও দেখা যায়, অসীম সরকার বলছেন, “নেতা সব বা* ছিঁড়ে তাল গাছে তুলে দিবে। বিজেপিকে ভোট না দিলে সবার স্যা* ভেঙে দেব একেবারে। ভোট যদি না দাও, চো** খাবা।”
স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমে এই ভিডিওকে ঘিরে নিন্দার ঝড় বইছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। উল্লেখ্য, ক’দিন আগেই দলীয় সাংসদ শান্তনু ঠাকুরকে অশ্লীল আক্রমণ করা অসীম সরকারের একটি অডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। কুকথার রাজনীতি যে বিজেপির রন্ধ্রে রন্ধ্রে তা কার্যত প্রমাণ হয়েছে। নানান সময় গেরুয়া নেতারা এমন আক্রমণ শানান। কিছু দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন। এবার সেই একই পথে হাঁটলেন অসীমবাবু। ভোটের আগে এমন ঘটনার ঘনঘটায় স্বভাবতই প্রবল অস্বস্তিতে গেরুয়া-নেতৃত্ব।