নতুন নতুন নজির তৈরি করা তাঁর কাছে কার্যত জলভাত। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বিরাট কোহলি। পেয়েছেন ম্যাচ সেরার শিরোপা। পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন। পরে ব্যাট করতে নেমে আরও একটি কীর্তি গড়েছেন বিরাট। টি-টোয়েন্টি ফরম্যাটে অর্ধশতরানের সেঞ্চুরি করলেন তিনি। এদিন ওপেন করতে নেমে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেললেন বিরাট। ১১টি চার এবং ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেললেন তিনি। হটি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১১০টি অর্ধশতরান। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০ ওভারের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ১০৯টি। এই দু’জনের পর তৃতীয় স্থানে থাকলেন বিরাট।
প্রসঙ্গত, সোমবারের আগে পর্যন্ত এই তালিকায় বিরাটের সঙ্গে যৌথ ভাবে তৃতীয় স্থানে ছিলেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ৯৯টি অর্ধশতরান রয়েছে। এ দিন চতুর্থ স্থানে চলে গেলেন তিনি। পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৯৮টি অর্ধশতরান করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে বিরাট। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর ৭১ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন কুড়ি ওভারের ফরম্যাটে।