আপাতত অনেকটাই সুস্থ তিনি। প্রসঙ্গত, প্রায় দশ দিন আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। মাঝে অবশ্য মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন মমতা। এবার তিনি খানিকটা সুস্থ হয়ে নামছেন প্রচারে। সূত্রের খবর, আগাণী ৩১শে মার্চ, রবিবার, কৃষ্ণনগরে যাবেন মমতা। ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার তৃণমূল প্রার্থী তথা মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তিনি। লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনে জেতাকেই পাখির চোখ করেছে শাসকদল তৃণমূল। গত ১৬ই মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি। তার আগেই তিনি আহত হন। কিন্তু এবার সুস্থ হয়ে ফের পুরোদমে নামতে চলেছেন প্রচারে।
প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়েরের কৃষ্ণনগর থেকে প্রচার শুরুর পরিকল্পনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবারের ভোটে বাংলার শাসকদল ইস্যু করেছে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিষয়টিকে। সিএএ-র বিরুদ্ধে লাগাতার প্রচার শুরু হয়েছে বিশেষত মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে। নদিয়া জেলার কৃষ্ণনগরও কার্রত মতুয়া-গড়। তার উপর এখানকার মহিলা প্রার্থী মহুয়া মৈত্র। যিনি নিজগুণেই মুখ্যমন্ত্রীর স্নেহধন্যা। টাকার বিনিময়ে সংসদে আদানি-বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে সম্প্রতি তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। যাকে মোদী সরকারের প্রতিহিংসামূলক কাজ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেই ইস্যুও কৃষ্ণনগরের প্রচারে তুলে ধরবে ঘাসফুল শিবির।