২০০৮ সালে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বোনা শুরু হয়েছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তবে অবশেষে কলকাতার বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে ইনফোসিসের মতো নামকরা আইটি কোম্পানির নয়া ক্যাম্পাস।
আইটি নিয়ে যাঁরা আগামীদিনে পড়াশোনা করবেন বা যাঁরা পড়াশোনা করছেন তাঁদের কাছেও অত্যন্ত খুশির খবর। সূত্রের খবর, বর্তমানে প্রায় ৪০০ ইনফোসিস কর্মী নিউটাউনে একটি ভাড়া অফিসে কাজ করেন। তবে এবার নয়া ক্যাম্পাস চালু হলে হাওয়া একেবারে ঘুরে যেতে পারে।
নিউ টাউনে অন্তত ৫০ একরের ক্য়াম্পাস। মন্ত্রী বাবুল সুপ্রিম ইতিমধ্য়েই গত ৭ ফেব্রুয়ারি এই ক্যাম্পাস সংক্রান্ত ব্যাপারে মিটিং করেছিলেন। সব মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। ৩১০০ কর্মীর কাজের সুযোগ হতে পারে এখানে।
এই ক্যাম্পাসকে ঘিরে সোশ্য়াল মিডিয়ায় নানা ভিডিয়ো ঘুরছে। সেখানে দাবি করা হচ্ছে ইনফোসিসের ওই ক্যম্পাসের কাজ প্রায় শেষের মুখে। কিছুদিন আগের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সামনের সৌন্দর্যায়নের কাজ চলছে। গেটের একদিকে ইংরেজিতে লেখা ইনফোসিস। একপাশে বাংলায় লেখা ইনফোসিস। সামনে হাতিশালা মোড়। পিচঢালা রাস্তা। বাউন্ডারির কাজ চলছে । গাছ লাগানো হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন বোনার কাজ চলছিল সেটাই যেন এতদিনে রূপ পাচ্ছে।