বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে এবার দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদ। এবার দিলীপকে শূন্য রানে আউট করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে সামিল হন তৃণমূল প্রার্থী কীর্তি। তাঁর সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই দিলীপকে একের পর এক কটাক্ষ করেন তিনি। বলেন, ‘উনি একবারের সাংসদ এবং একবারের বিধায়ক। কিন্তু, আমি তিনবারের সাংসদ। শূন্য রানে আউট করে ওঁকে বাড়ি পাঠাবো।’
অন্যদিকে, কীর্তিকে প্রার্থী করার পর তাঁকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিলেন দিলীপ। তার জবাবও দিয়েছেন কীর্তি। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী গুজরাত থেকে বেনারসে দাঁড়িয়েছিলেন। তারপর তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী। আমিও তো ভারতবর্ষের হয়ে বিশ্বকাপ খেলেছি। আমি মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি।’