জয়হিন্দ কথাটিও প্রথম উচ্চারিত হয়েছিল এক মুসলিমের গলায়। তিনি ছিলেন একজন কূটনীতিক। মাল্লাপুরমের জনসভায় কেরলের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, মুসলিমের কণ্ঠে প্রথম উচ্চারিত জয়হিন্দ কথাটিও কি আরএসএস নেতারা বলা বন্ধ করে দিতে পারবেন।
তাঁর বক্তব্য, মুসলিমরা এ দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-প্রযুক্তিতে যে অবদান রেখেছে সঙ্ঘ পরিবার তা মানতে চায় না। স্বাধীনতার লড়াইয়েও সংখ্যালঘুদের অবদান ভোলার নয়।
কেরল সিপিএম লোকসভা ভোটের প্রচারের পাশাপাশি সিএএ বিরোধী বড় সমাবেশ করারও পরিকল্পনা নিয়েছে। তামিলনাড়ুর মতো কেরল সরকারও ঘোষণা করেছে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা হবে না।
ওই আইনের বিরুদ্ধে রাজ্যের চার প্রান্তে চারটি মেগা সমাবেশের আয়োজন করছে দল। তার একটিতে সোমবার বিজয়ন বলেন, উপনিষদকে ফারসিতে অনুবাদের ব্যবস্থা করেছিলেন মোঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহ। অথচ সঙ্ঘ পরিবার ও বিজেপি নেতারা কথায় কথায় মুসলিমদের পাকিস্তান চলে যেতে বলেন।