আবগারি মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দিল্লি হাই কোর্ট তা নাকচ করতেই বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর রবিবারই ইডি হেফাজত থেকে বার্তা পাঠিয়েছিলেন তিনি। রবিবারের পর মঙ্গলবার ফের ইডি হেফাজত থেকে সরকারি কাজ সারলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজকে রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। শুধু তা-ই নয়, তাঁর নির্দেশ ‘মহল্লা ক্লিনিক’-এ যেন কোনও ভাবেই বিনামূল্যে দেওয়া ওষুধের ঘাটতি না হয়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কারাগারে থাকা সত্ত্বেও কেজরিওয়াল দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তিনি আমাকে এ ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছেন। কেজরিওয়াল আমাকে বলেছেন, তিনি খবর পেয়েছেন দিল্লির কিছু হাসপাতালে এবং মহল্লা ক্লিনিকে বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে না। আবার সেখানে সব ওষুধ থাকছে না। অবিলম্বে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।’ উল্লেখ্য, গত রবিবার ইডি হেফাজত থেকে দিল্লির মন্ত্রী অতিশী মারলেনাকে কিছু প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছিলেন কেজরি। সেই সম্পর্কে অতিশী জানিয়েছিলে, রাজধানীর কয়েকটি এলাকায় জল সরবরাহ নিয়ে একটি সমস্যা ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই সমস্যা মেটাতেই উদ্যোগী হওয়ার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন কেজরি।