প্রথম দফায় বিজেপি বাংলার যে ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল, তার মধ্যে ছিল আসানসোল আসনটিও। কিন্তু ভোজপুরি গায়ক পবন সিং সরে দাঁড়ানোয় বেজায় বিপাকে পড়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আসানসোল থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর সাফ কথা, পারলে আসানসোল থেকে ভোটে দাঁড়িয়ে জিতে দেখান।
প্রসঙ্গত, বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ফের আসানসোলে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে বিজেপি ভোজপুরি শিল্পীকে প্রার্থী করলেও তিনি সরে দাঁড়িয়েছেন। এই অবস্থায় অমিত শাহকে আসানসোল থেকে লড়ার চ্যালেঞ্জ দিলেন বাবুল। বিজেপি বহু কষ্টে ৩৯টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করলেও আসানসোল নিয়ে এখনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি। বাবুল তাই কটাক্ষের সুরে বলেন, হয়তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল থেকে লড়বেন!
এর পাশাপাশি বাবুল এক্স বার্তায় লেখেন, যাঁর আত্মসম্মান আছে এবং নিজের পক্ষে কথা বলার সাহস আছে, তিনি বিজেপিতে টিকে থাকতে পারেন না। এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই আসন থেকে লড়তে পারেন। অমিত শাহ বাংলায় এসে ৩৫ আসনের টার্গেট দিয়ে গিয়েছিলেন। সেই টার্গেটকে আবার আপগ্রেড করে প্রধানমন্ত্রী ৪২-এ ৪২ আসনে জেতার টার্গেট রেখেছেন। এখন ৪২ আসনে প্রার্থী দেওয়াই বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।