ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লেগে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আগুন লাগার ঘটনায় এক প্রধান পুরোহিত-সহ কমপক্ষে ১৪ জন পুরোহিত আহত হয়েছেন। আহত পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনও প্রকাশ্যে আসেনি কারও মৃত্যুর খবর।
এপ্রসঙ্গে উজ্জয়িনীর জেলাশাসক নীরজ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লেগে যায়। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভস্ম আরতির আগুনে আবির ছোড়ার কারণে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরোহিতদের অনেক আরতির কাছে ছিলেন। তাঁরা আহত হন। গর্ভগৃহ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুণ্যার্থীরা দৌড়ে বাইরে বেরিয়ে যান। এর পর আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করা হয়। তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।